বরিশালের গৌরনদী উপজেলার ২৪৫টি পরিবার আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছেন।
বৃহস্পতিবার (০৬ জুন) সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের বাঙ্গিলা হামিউস সুন্নাহ মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কয়েকশ মুসুল্লি এখানে নামাজ আদায় করেন।
হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদের তার প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অনুসারী সহ বড় কসবা, কসবা, বাঙ্গিলা, ধুরিয়াল, নন্দনপট্টি, চাঁদশী, গোরবর্ধন, ধানডোবা, চেঙ্গুটিয়া সহ ২০টি গ্রামের বাসিন্দা এরা। লোক সংখ্যার হিসেবে এদের সংখ্যা ১২’শর মত। যেহেতু মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পর চাঁদ না দেখার ঘোষণা হয়েছিল সে কারণে তারা ৩০ রোযা পূর্ণ করে। যদিও পরবর্তীতে ঈদের দিনের ঘোষণা দেয়া হলেও সে ঘোষণাকে মানতে রাজি নন তারা।
এদিকে ঈদের জামাতের ছবি তুলতে না দেয়ায় নামাজের ছবি পাওয়া যায়নি।